
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান বলেছেন, আমাদের ছাত্রসমাজ প্রমাণ করেছে আমরা কীভাবে এক থাকতে পারি। একটা দেশ কিংবা সংস্থা তখনই ভালোভাবে চলবে যখন সেখানকার বেশিরভাগ লোকের চিন্তা থাকবে সেখানকার ভালো কিছু করার। রোববার (১১ আগস্ট) মিরপুরের হোম অব ক্রিকেটে এ কথা বলেন তিনি।
সোহান আরও বলেন, ক্রিকেট সংশ্লিষ্ট জায়গায় এমন কাওকে না আসাই উচিত, যারা এটাকে ব্যবসা কিংবা অর্থবিত্ত বাড়ানোর জায়গা হিসেবে দেখে। মূলধারার রাজনীতির মানুষদের আধিক্য এখানে লক্ষ্য করা যায় উল্লেখ করে সোহান এর সমালোচনাও করেন। তিনি বলেন, রাজনীতি অনেক বড় জায়গা। রাজনীতির পাশাপাশি মাঠে একই গুরুত্ব দেয়াটা খুব কঠিন হয়ে যায়।
তিনি বলেন, ক্রিকেট বোর্ডে ভালো সংগঠকদের আসা উচিত। ক্রিকেট বোর্ড ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জায়গা না। এখানে এসে মোটা অঙ্কের টাকা আয় করে দেশ ছেড়ে চলে যাবেন, এমন ব্যক্তিদের বোর্ডে না আসাই ভালো
এসময় কারও রাজনীতি করার ইচ্ছে থাকলে তাকে ক্রিকেট থেকে অবসর নিয়েই সেই কাজে নামা উচিত বলে মন্তব্য করেন সোহান। ঘরোয়া ক্রিকেটে জার্সি নিয়েও লাখ টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ আনেন তিনি।
উল্লেখ্য, সরকার পতন আন্দোলনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো অভিভাবকশূন্য। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনসহ কোনো বোর্ড পরিচালকও আসছেন না বিসিবিতে, যেখানে বিসিবির অনুপস্থিত কর্মকর্তাদের অধিকাংশই যুক্ত ছিলেন সদ্য পতন হওয়া সরকারদলীয় রাজনীতিতে।
/এমএইচআর



Leave a reply