Site icon Jamuna Television

রাজনৈতিক পরিচয় ভুলে যান, কর্মকর্তাদের বললেন অ্যাটর্নি জেনারেল

ফাইল ছবি।

অতীতের রাজনৈতিক পরিচয় ভুলে যেতে নিজ কার্যালয়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন নতুন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। তিনি বলেছেন, কার্যালয়ের সংস্কার করা প্রয়োজন। রোববার (১১ আগস্ট) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার দ্রুত পদক্ষেপ নেয়ায় সুপ্রিম কোর্টের সংকট কিছুটা কেটেছে। হাইকোর্ট বিভাগকে ঢেলে সাজাতে হবে। সাংবিধানিক দায়িত্ব যারা যথাযথভাবে পালন করতে পারবেন তাদের দিয়েই বিচার বিভাগকে সংস্কার করা হবে। নেত্রী অখুশি হবে বর্তমানে এমন কোনও পরিস্থিতি নেই। এ সময় শিগগিরই আদালতের কার্যক্রম শুরুর ব্যাপারেঅ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নতুন প্রধান বিচারপতি প্রসঙ্গে তিনি বলেন, ২১ বছরে তিনি এমন কোনো মন্তব্য করেননি যা মিডিয়া কোট করতে পারে। উনাকে নিয়ে কোনও নেতিবাচক মন্তব্য করার সুযোগ নেই।

/আরএইচ

Exit mobile version