Site icon Jamuna Television

হবিগঞ্জে ৮ থানায় কাজে ফিরেছে পুলিশ

স্টাফ করেসপনডেন্ট, হবিগঞ্জ:

হবিগঞ্জের ৯টি থানার মধ্যে ৮টিতে কাজে ফিরেছে পুলিশ। রোববার (১১ আগস্ট) সকালে বানিয়াচং থানা ছাড়া বাকিগুলোতে সীমিত পরিসরে কার্যক্রম শুরু করতে দেখা যায় তাদের।

এসব থানায় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দায়িত্ব পালন করছে আনসার সদস্য ও সেনাবাহিনী। দ্রুত মাঠ পর্যায়েও কাজ শুরু করার প্রত্যাশা তাদের। জনগণের বন্ধু হয়ে পুলিশ কাজ করতে চায়। এজন্য সকলের সহযোগিতা চান তারা।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, হবিগঞ্জ থানার অধীন জনসাধারণকে আশ্বস্ত করতে চাই, থানার কার্যক্রম শুরু করেছি আমরা। অতিদ্রুত সময়ে অন্যান্য কার্যক্রমও শুরু হবে বলে জানান তিনি।

/এএম

Exit mobile version