Site icon Jamuna Television

সাইপ্রাসে ভিড়লো যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সাইপ্রাসে ভিড়লো যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ। রোববার (১১ আগস্ট) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

গত বৃহস্পতিবার (৮ আগস্ট) লিমাসোলের দক্ষিণ বন্দরে নোঙর করে জাহাজটি। দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানান, পরিস্থিতি পর্যবেক্ষণে জাহাজটি সেখানে গিয়েছে। জরুরি অবস্থায় মার্কিন নাগরিকদের অঞ্চলটি থেকে সরিয়ে নিতে এটি সাহায্য করবে বলেও জানান তিনি।

এদিকে, দেশটিতে অবস্থানরত ইউরোপীয়-মার্কিনসহ অন্যান্য দেশের নাগরিকদের নিরাপদভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে প্রয়োজনীয় সব সহায়তা করবে বলে জানিয়েছে সাইপ্রাস।

/এএম

Exit mobile version