Site icon Jamuna Television

লস এঞ্জেলসকে স্বাগতসহ যা থাকছে প্যারিস অলিম্পিকের সমাপনীতে

ফ্রান্সের প্যারিসে দু’সপ্তাহের বেশি সময় ধরে চলমান প্রতিযোগিতার পর্দা নামবে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে। যেখানে বিদায় বেলায় চমক দিতে চায় ফ্রান্স। শুরুর অনুষ্ঠান নদীতে হলেও এবার স্টেডিয়ামে সমাপনীর জমকালো আয়োজন অনুষ্ঠান শুরু হবে রোববার (১১ আগস্ট) দিবাগত রাত একটায়। অলিম্পিক পতাকাও তুলে দেয়া হবে পরবর্তী আয়োজক লস এঞ্জেলসের মেয়র কারেন ব্যাসের হাতে।

সাম্যের বার্তা দিয়ে দারুন জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল প্যারিস। বড় রকমের সমালোচনা কিংবা প্রশ্ন ছাড়াই শেষ হয়েছে মাঠের ক্রীড়াযজ্ঞ। বিগেস্ট শো অন আর্থের পর্দা নামার পালা এবার। সফল আয়োজনের কারনে সমাপনী অনুষ্ঠান নিয়েও প্রত্যাশা আকাশচুম্বী। তবে শুরুর মত শেষ আয়োজনও লুকিয়ে রাখার চেষ্টায় সফল আয়োজকরা। পরিচালক থমাস জলি অবশ্য ঘোষণা দিয়ে রেখেছেন একটা স্বপ্নের জগৎ-এর মধ্য দিয়ে যাবেন ক্রীড়াপ্রেমীরা। উদ্বোধনী অনুষ্ঠান নদীর তীরে উন্মুক্তস্থানে হলেও সমাপনীর জন্য বেছে নেয়া হয়েছে জাতীয় স্টেডিয়াম স্তাদ দে ফ্রান্সকে।

পরবর্তী অলিম্পিকের আসর লস এঞ্জেলস বলে হলিউডের একাধিক তারকাকে দেখা যেতে পারে সেখানে। সবচেয়ে বড় চমক হতে পারে হলিউড লেজেন্ড টম ক্রুজের স্টান্ট শো। এছাড়াও বিলি এলিশ, স্নুপ ডগদের মত মেগা স্টারদের দেখা যেতে পারে পারফর্ম করতে। গুঞ্জন আছে বিয়ন্সে, টেইলর সুইফটদের উপস্থিতি নিয়েও। নারী ম্যারাথনের পদক বিতরণ, অ্যাথলেট, সেচ্ছাসেবীদের মিলনমেলা, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখের সমাপনী বক্তব্য থাকছে নিয়ম মেনে।

উল্লেখ্য, ২০৩২ সালের অলিম্পিক অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে।

/এমএইচআর

Exit mobile version