Site icon Jamuna Television

হ্যাকিংয়ের কবলে ট্রাম্পের প্রচারশিবির, ইরানকে দায়ী

হ্যাকিংয়ের কবলে পড়েছে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারশিবির। মার্কিন নিউজ ওয়েবসাইট পলিটিকোর বরাত দিয়ে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

শনিবার (১০ আগস্ট) এ তথ্য জানিয়ে ট্রাম্পের প্রচারশিবির অভিযোগ করেছে, এসব হ্যাকিংয়ের জন্য দায়ী ইরান। যদিও অভিযোগের স্বপক্ষে কোনো তথ্য প্রমাণ দেয়নি তারা। তবে এসময় ট্রাম্পের সঙ্গে ইরান সরকারের অতীত শত্রুতার কথা সামনে আনা হয়।

এদিকে, সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, মাইক্রোসফটের পক্ষে থেকে তাকে জানানো হয়েছে– তার প্রচারণার সাথে সম্পৃক্ত একটি ওয়েবসাইট ইরান থেকে হ্যাক করা হয়েছে।

তবে এ বিষয়ে অনুরোধ করা হলেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা জাতিসংঘের প্রতিনিধি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

/এএম

Exit mobile version