Site icon Jamuna Television

হবিগঞ্জে ভোক্তা অধিদফতরকে নিয়ে শিক্ষার্থীদের বাজার মনিটরিং

স্টাফ করেসপনডেন্ট, হবিগঞ্জ: 

হবিগঞ্জে ভোক্তা অধিকারকে নিয়ে বাজার মনিটরিং করেছে শিক্ষার্থীরা। রোববার (১১ আগস্ট) দুপুরে হবিগঞ্জ চৌধুরী বাজারের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক দেবানন্দ সিনহার সাথে শিক্ষার্থীরা মিলে এই অভিযান চালায়। এ সময় দুই ব্যবসায়িকে জরিমানা করা হয় এবং বাকিদের সতর্ক করে দেওয়া হয়।

দেবানন্দ সিনহা জানান, শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিং করা হয়। বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায়। যেমন, ১৯০ টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছিল ২৮০ টাকায়, ব্যবসায়িরা ক্রেতাদের ভাউচার দেননি এবং মূল্য তালিকা ঠিক ছিল না। মূল্য বেশি নেয়ায় ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয় বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version