Site icon Jamuna Television

সচিবালয়ের সামনে পদচ্যুত পুলিশ সদস্যের বিক্ষোভ

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত ও পদচ্যুত পুলিশ সদস্যরা সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গেটের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তারা দাবি জানিয়েছে, চাকরি ফিরিয়ে দেয়ার।

আজ রোববার (১১ আগস্ট) দুপুরে কয়েকশত সাবেক পুলিশ সদস্য জড়ো হন সচিবালয়ের সামনে। এসময় তারা পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে স্লোগান দেন।

তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কথা না শুনলে এবং রাজনৈতিক কারণে প্রায় ১ হাজার পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। আদালতের রায়ের পরও তাদের অনেকে চাকরিতে যোগ দিতে পারেননি বলে অভিযোগ করেন। এর প্রতিবাদ জানিয়ে বঞ্চিত পুলিশ সদস্যরা ৬ দফা দাবি জানিয়েছেন।

/এএম

Exit mobile version