Site icon Jamuna Television

কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা পুলিশের

এগারো দফা দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আন্দোলনরত পুলিশ সদস্যরা। রোববার (১১ আগস্ট) বিকেলে অন্তবর্তী সরকাররে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের সাথে বৈঠক শেষে একথা জানানো হয়।

বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা পুলিশ ও র‍্যাব প্রধানের উপস্থিতিতে আন্দোলনরতদের সাথে এক বৈঠক শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠকে পুলিশের জন্য একটি স্বাধীন কমিশন গড়ে তোলার বিষয়ে ঐকমত্যে পৌছান তারা। যে কমিশনের অধীনে পরিচালিত হবে পুলিশ বাহিনী। পুলিশকে যেন আর রাজনৈতিকভাবে ব্যবহার করা না হয়, তা নিশ্চিত করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্প্রতিক ঘটনায় পুলিশের মনবল ভেঙে গেছে, এই পোশাক পড়ে আর কাজ করতে চায় না পুলিশ সদস্যরা। খুব দ্রুতই মন্ত্রীসভার বৈঠকে এ নিয়ে আলোচনার সিদ্ধান্ত নেয়া হবে। পরিবর্তন করা হবে পোশাক এবং লোগোও।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সোমবার থেকে সবাই কাজে যোগ দিবেন, কেউ অন্যায় করে থাকলে, তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তবে তার আগে তার কথা শুনবে সরকার, তারপর নেয়া হবে ব্যবস্থা।

উল্লেখ্য, কর্মস্থলে নিরাপত্তা, ৫ আগস্ট এবং পূর্ববর্তী সহিংসতায় আহত-নিহতদের ক্ষতিপূরণ, পুলিশ সংস্কারসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ করছিলেন পুলিশ সদস্যরা। গত ৮ আগস্ট পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা আইজিপির সঙ্গে পুলিশ হেডকোয়ার্টার্সের অফিস কক্ষে সাক্ষাৎ করে ১১ দফা দাবি তুলে ধরেন মাঠ পুলিশ সদস্যরা। দাবি বাস্তবায়নে কমিটি করে দেন আইজিপি।

/আরআইএম

Exit mobile version