Site icon Jamuna Television

আজ থেকে শুরু পণ্যবাহী ট্রেন চলাচল

আজ থেকে শুরু হচ্ছে ট্রেন চলাচল। তবে আজ প্রথম দিনে চলাচল করবে কেবল পণ্যবাহী ট্রেনগুলো। রোববার (১১ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এরইমধ্যে সকাল ৬টা ১০ মিনিটে কমলাপুর রেলস্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে একটি পণ্যবাহী ট্রেন। সকাল ৯টা নাগাদ ছাড়ার কথা রয়েছে আরও একটির।

এদিকে, গতকালের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল থেকে স্বল্প দূরত্বে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হবে। আর বৃহস্পতিবার থেকে চলবে আন্তঃনগর ট্রেনগুলো। এ লক্ষ্যে এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

তবে আন্তঃনগর ট্রেনগুলোর নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। অবশ্য বৃহস্পতিবারের মধ্যে সব পুলিশ সদস্য কাজে যোগ দিলে, সে শঙ্কা কাটবে বলে মনে করেন তারা।

/এটিএম

Exit mobile version