Site icon Jamuna Television

খেলোয়াড়দের পাশাপাশি এবারের অলিম্পিক মাতিয়েছেন নকল কিম ও ট্রাম্প

ফাইল ছবি। ২০১৮ উইন্টার অলিম্পিকে এক ফ্রেমে ধরা দিয়েছিলেন দুজন।

এবারের প্যারিস অলিম্পিকে দর্শকদের নজর কেড়েছেন ছদ্মবেশী ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উন। অলিম্পিকের বিভিন্ন ইভেন্টে এই জুটিকে ঘিরে ছিল কৌতুহলীদের ভিড়। দর্শকদের সাথে হাসি-ঠাট্টা করতে দেখা যায় তাদের। নকল কিম-ট্রাম্প যুগলের সাথে সেলফিও তুলেছেন ভক্তরা।

পেশায় মিউজিক প্রডিউসার হোওয়ার্ড এক্স অস্ট্রেলিয়ার নাগরিক। কাকতালীয়ভাবে চেহারায় মিল রয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে। তাই মজার ছলে কিম-এর সাজেই উপস্থিত হয়েছিলেন দর্শকদের মাঝে। শুধু কিম নয় অনুষ্ঠানে ছিল ডোনাল্ড ট্রাম্পের ‘লুক-এলাইক’-ও। নামেও তাদের মিল। ট্রাম্পের সাজে মনোরঞ্জন করেন ডোনাল্ড রুসো নামের এক ব্যক্তি।

উল্লেখ্য, গত ২৬ জুলাই প্যারিসে বসে ১৭ দিনব্যাপী ৩৩ তম গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর। ১১ আগস্ট জমকালো সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামে গ্রেটেস্ট শো অব আর্থখ্যাত এ আসরের। পদক তালিকায় সেরা তিনে অবস্থান করে যথাক্রমে যুক্তরাষ্ট্র, চীন ও জাপান।

/এমএইচআর

Exit mobile version