Site icon Jamuna Television

আজ থেকে কাজে ফিরছে পুলিশ

কর্মবিরতি প্রত্যাহার করে আজ থেকে কাজে ফিরেছে পুলিশ। বিভিন্ন থানায় এরই মধ্যে শুরু কার্যক্রম।

সড়কেও যান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব শিক্ষার্থীদের কাছ থেকে বুঝে নিচ্ছে ট্রাফিক পুলিশ। তবে কোনো কোনো স্থানে এখনও সড়কে শিক্ষার্থীদেরই যান নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।

এর আগে, রোববার স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেন আন্দোলনকারী পুলিশ সদস্যরা। এ সময় পুলিশ বাহিনীতে সংস্কারের আশ্বাস দেয়ায় কর্মবিরতিসহ সব কর্মসূচি প্রত্যাহার করা হয়। পুলিশ সদস্যরা নিজ দায়িত্বে ফেরায় স্বস্তিতে নগরবাসীও।

/এটিএম

Exit mobile version