Site icon Jamuna Television

পশ্চিম তীরে বন্দুকধারীর হামলায় নিহত এক ইসরায়েলি সেনা

দখলকৃত পশ্চিম তীরে বন্দুকধারীর হামলায় মৃত্যু হয়েছে এক ইসরায়েলি সেনার। আহত হয়েছেন আরও একজন। রোববার (১১ আগস্ট) এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাদ্ধম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

পাবলিক ব্রডকাস্টার কেএএন জানিয়েছে, জর্ডান উপত্যকায় অবৈধ মেহোলা বসতির কাছে একটি পাশ দিয়ে যাওয়া গাড়ি গুলি চালায়, এতে একজন গুরুতর আহত হয়।

তেলআবিব জানিয়েছে, হামলার পর সাথে সাথেই ধাওয়া করে সেনারা। তবে, তার আগেই পালিয়ে যায় বন্দুকধারী।

পাবলিক ব্রডকাস্টার কেএএন জানিয়েছে, জর্ডান উপত্যকায় অবৈধ মেহোলা বসতির কাছে একটি পাশ দিয়ে যাওয়া গাড়ি গুলি চালায়, এতে একজন গুরুতর আহত হয়।

এরপরই সন্দেহভাজন ব্যক্তির সন্ধানে অভিযান চালায় ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। বিভিন্ন সড়ক ব্লক করে চলছে তল্লাশি। এদিকে, গুলিতে আহত ৩৩ বছর বয়সী অপর ইসরায়েলির শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। গাজায় ইসরায়েলের অভিযান শুরুর পর থেকেই আগ্রাসন বেড়েছে পশ্চিম তীরেও। সেনাদের হামলা ও সহিংসতায় প্রায় ৬শ’ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

/এআই

Exit mobile version