Site icon Jamuna Television

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ

ফাইল ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার দলীয় রাজনীতি সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। রোববার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে সকল প্রকার দলীয় রাজনৈতিক সংগঠনের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো।

আরও বলা হয়, পরবর্তী উপাচার্য নিয়োগের পর যথাযথ প্রক্রিয়া বা সরকারি সিদ্ধান্তক্রমে এ বিষয়ে স্থায়ীভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয়।

/এনকে

Exit mobile version