Site icon Jamuna Television

বাড়তে শুরু করেছে এটিএম বুথে টাকার যোগান

রাজধানীর বেশ কিছু এটিএম বুথে টাকার যোগান বাড়তে শুরু করেছে। তবে সংশ্লিষ্ট ব্যাংকের বুথ থেকেই টাকা তুলতে হচ্ছে গ্রাহকদের। এখনও বেশিরভাগ বুথ কার্যত অচল। সচল মেশিন থেকেও প্রত্যাশিত পরিমাণ অর্থ মিলছে না।

গেল সপ্তাহ থেকে এটিএম সেবায় সংকট তৈরি হয়েছে। ব্যাংকাররা বলছেন, দ্রুতই এই সংকট কেটে যাবে। গ্রাহকরা আগের মতো সেবা পাবেন।

গতকাল সকালে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গুলি বর্ষণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীর মতিঝিল দিলকুশা এলাকায়। এতে ওই এলাকার অনেক এটিএম বুথ বন্ধ করে দেয়া হয়। আজ এসব বুথ আবারও সচল করা হচ্ছে।

ব্যাংকাররা বলছেন, পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। এটিএম বুথে টাকা পৌঁছে দেয়ার কাজও শুরু হবে পুরোদমে। এতে সংকট কেটে যাবে।

দেশে বিভিন্ন ব্যাংকের মোট এটিএম বুথ সাড়ে ১৩ হাজার। এর মধ্যে শহরাঞ্চলেই আছে ৯ হাজার ৪০৯টি আর গ্রামাঞ্চলে চার হাজার ১৯টি। এদিকে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা বেঁধে দেয়া হয়েছে। এক হিসাব থেকে দুই লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। এই সিদ্ধান্ত গতকাল থেকে কার্যকর শুরু হয়েছে, যা চলবে পুরো সপ্তাহ।

/এটিএম

Exit mobile version