Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ায় হোটেলের ছাদে পড়ে বিধ্বস্ত হেলিকপ্টার

অস্ট্রেলিয়ায় হোটেলের ছাদে গিয়ে বিধ্বস্ত হয়েছে অননুমোদিত একটি হেলিকপ্টার। এ ঘটনায় হেলিকপ্টারটির পাইলট নিহত হয়েছেন। সোমবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, উত্তর কুইন্সল্যান্ডের কেয়ারনস সিটির হিল্টন হোটেলে স্থানীয় সময় সোমবার রাত ১টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। এ সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। পরে হোটেলে অবস্থানকারীদের সরিয়ে নেওয়া হয়।

কুইন্সল্যান্ড পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারের পাইলট মারা গেছেন। তবে হেলিকপ্টারে আর কেউ ছিল না। হোটেলে থাকা ৪৫ বছরের এক পুরুষ এবং ৫৫ বছরের এক নারী আহত হয়েছেন। তবে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে রাজ্যের অ্যাম্বুলেন্স পরিষেবা।

/এআই

Exit mobile version