Site icon Jamuna Television

পুনঃতফসিলের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল করে পুনঃতফসিল ঘোষণার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান জোটের নেতারা।

বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না উল্লেখ করে অবিলম্বে পদত্যাগ করে সংসদ ভেঙ্গে দেয়ার দাবি জানান তারা। নেতারা অভিযোগ করেন নিয়ন্ত্রিত ও ভোট ডাকাতির লক্ষ্যেই নির্বাচন করতে চায় সরকার। আলাপ আলোচনার করে সমঝোতায় আসার আহবান জানান বাম গণতান্ত্রিক জোটের নেতারা। পরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

Exit mobile version