Site icon Jamuna Television

কুমিল্লায় লুট হওয়া পুলিশের ২৮ অস্ত্র ও ৬৬৭ রাউন্ড গুলি উদ্ধার

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার বিভিন্ন থানা থেকে লুট হওয়া ২৮টি অস্ত্র ও ৬৬৭ রাউন্ড গুলি উদ্ধার করছে আনসার ভিডিপি। আনসার জেলা অফিস সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট কুমিল্লার বিভিন্ন থানা ও কুমিল্লা পুলিশ লাইন্স থেকে অস্ত্র লুট হয়। পরে সরকারি নির্দেশনামতো আনসার ভিডিপি সদস্যরা এসব অস্ত্র উদ্ধারে কাজ শুরু করে।

কুমিল্লা জেলা অফিসের তত্ত্বাবধানে ২৮টি আগ্নেয়াস্ত্র, ৬৬৭ রাউন্ড গুলি, ১১টি খালি ম্যাগজিন, হ্যান্ডকাফ ও চাবি উদ্ধার করা হয়েছে

কুমিল্লার কমান্ড্যান্ট রাশেদুজ্জামান জানান, বিভিন্ন এলাকায় জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এসব অস্ত্র সেনাবাহিনীর উপস্থিতিতে কুমিল্লা পুলিশ লাইন্সে জমা দেয়া হবে।

আনসার ভিডিপি কুমিল্লা রেঞ্জ পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য জানান, শুধু কুমিল্লায় নয় নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুরেও বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, থানা পাহারা এবং ট্রাফিক কন্ট্রোলের কাজ করছে আনসার ভিডিপি সদস্যরা।

/এনকে

Exit mobile version