Site icon Jamuna Television

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে উপযুক্ত শাস্তির দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যার নির্দেশের অভিযোগে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।সোমবার (১২ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ করে তারা।

শিক্ষার্থীরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার শিকার ছাত্রদের পূর্ণ তদন্ত করতে হবে। এ ঘটনায় জড়িতদের খুজে বের করে যথাযথ আইন প্রয়োগ করে শান্তির আওতায় আনতে হবে। এসব হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ছাত্র হত্যার দায়ে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।

এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে বলেও দাবি করেন তারা। এছাড়া হল বাণিজ্য বন্ধ, ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদের মদদপুষ্ট যেকোন ধরণের কর্মকাণ্ড বাংলাদেশ থেকে নির্মুল করার দাবি জানান।

/এএস

Exit mobile version