Site icon Jamuna Television

ইতালির উপকূলীয় দ্বীপ থেকে ৪৪ অভিবাসী উদ্ধার

ইতালির উপকূলীয় দ্বীপ ল্যাম্পেডুসার দক্ষিণাঞ্চল থেকে অন্তত ৪৪ অভিবাসী উদ্ধার করেছে ‘ওপেন আর্মস’ নামের একটি স্প্যানিশ এনজিও সংস্থা। খবর ভয়েস অব আমেরিকার।

উদ্ধারকারী অভিবাসীদের মধ্যে ছিলেন পাঁচজন নারী ও চার শিশু। উদ্ধার অভিযানের পর অভিবাসীদের প্রয়োজনীয় খাবার ও পানি সরবরাহ করে সংস্থাটি। ইতালিয়ান উদ্ধারকারী নৌকা আসার আগ পর্যন্ত তাদের সাথে থাকেন স্বেচ্ছাসেবকরা।

এর আগে, আলবেনিয়ায় অভিবাসীদের জন্য আটক শিবির গড়ে তোলার পরিকল্পনায় বিতর্কের মুখে পড়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি। তার এ পরিকল্পনার নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা।

/এএম

Exit mobile version