Site icon Jamuna Television

গাজায় হামাসের হামলায় নিহত ১ ইসরায়েলি সেনা

ফিলিস্তিনে স্বাধীনতাকামী যোদ্ধাদের অভিযানে নিহত হয়েছে আরও এক ইসরায়েলি সেনা। ১৯ বছর বয়সী সেনা সদস্যের নাম ওমার গিনসবার্গ। জানিয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যম।

রোববার (১১ আগস্ট) গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর অবস্থানে গেরিলা হামলা চালায় হামাস সদস্যরা। এসময় ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় নিহত হয় ঐ ইসরায়েলি সেনা সদস্য। গাজায় এই নিয়ে প্রাণ গেছে তিনশ’রও বেশি ইসরায়েলি সেনা সদস্য।

গত বছর ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকেই গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। আইডিএফের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে হামাস, ইসলামিক জিহাদসহ স্বাধীনতাকামী বিভিন্ন সংগঠন।

/এএম

Exit mobile version