Site icon Jamuna Television

পদত্যাগ করলেন ব্রিটেনের পরিবহনমন্ত্রী

ব্রেক্সিট ইস্যুতে পদত্যাগ করলেন ব্রিটেনের আরও এক মন্ত্রী। থেরেসা মে সরকারের সাথে মতবিরোধের জেরে শুক্রবার মন্ত্রীসভা ছাড়েন জো জনসন।

পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। থেরেসা মে’র পরিকল্পনাকে চরম ভুল হিসেবে অভিহিত করেন তিনি। এক টুইটবার্তায় নিজের পদত্যাগের কথা জানিয়ে তিনি লেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সংকটে আছে যুক্তরাজ্য। ব্রেক্সিট ইস্যুতে আরেক দফা গণভোটের জন্য প্রচারণা চালানোর কথাও বলেন তিনি।

চলতি বছর একই ইস্যুতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে পদত্যাগ করেন তার ভাই বরিস জনসন। একই কারণে পদত্যাগ করেন ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস।

Exit mobile version