Site icon Jamuna Television

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন চিত্রনায়ক শাকিল খান

রাজনীতিতে আসছেন ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান। শুধু রাজনীতিই নয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিচ্ছেন তিনি।

আজ শনিবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র কিনেছেন এ অভিনেতা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে লড়তে চান চিত্রনায়ক শাকিল খান।

উল্লেখ্য, দ্বিতীয় দিনের মতো আজ দলীয় ফরম বিতরণ করছে আওয়ামী লীগ। প্রথম দিন শুক্রবার নৌকা প্রতীক বরাদ্দ পেতে ১৩২৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

Exit mobile version