Site icon Jamuna Television

আলোচনা করে চাকরি ফিরিয়ে দেয়া হবে, চাকুরীচ্যুতদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা

বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন– যাদের চাকুরীচ্যুত করা হয়েছে, তদন্ত করে আলোচনা করে তাদের চাকরি ফিরিয়ে দেয়া হবে। তাদের প্রতি অন্যায় হবে না।

আজ সোমবার (১২ আগস্ট) চাকরি ফেরানোর দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন পুলিশের সাবেক সদস্যরা। তাদের বিষয়টি ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

চাকরি হারানো পুলিশ সদস্যের উদ্দেশে রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি রাজনীতি করি না। আমার নিয়ত ঠিক আছে। যারা যারা অন্যায় করেছে, তাদের অন্যায়ের বিচার হবে।

ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেন, পুলিশ থানায় এসেছে। সবকিছু স্বাভাবিক হচ্ছে। পুলিশ ইন ডিউটি, পুলিশ ইন স্ট্রিট। তাদের ওপর হামলা হলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

আন্দোলনকারীদের কাছে সময় চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের একটু সময় দেন। আপনাদের প্রত্যেকটা কেস আমি দেখব। আপনাদের প্রতি যদি কেউ বিশাল অন্যায় করে থাকে, সেটা আমরা আবার দেখব। আমরা আবার রিভিউ করব।

/এএম

Exit mobile version