Site icon Jamuna Television

সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ২৮

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে দফায় দফায় গাড়িবোমা হামলা আর গোলাগুলিতে প্রাণ গেছে অন্তত ২৮ জনের। আহত হয়েছে আরও প্রায় ১৭ জন।

শুক্রবার জনপ্রিয় সাহাফি হোটেল আর গোয়েন্দা সংস্থা- সিআইডি’র কার্যালয়ের কাছে শক্তিশালী দু’টো গাড়িবোমা বিস্ফোরিত হয়। পরে আরেকটি বিস্ফোরণে কেঁপে ওঠে পাশের একটি ব্যস্ত সড়ক।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা হোটেলের ভেতরে ঢুকতে ব্যর্থ হলেও বাইরেই বোমা বিস্ফোরণে অনেকে হতাহত হয়। বিশেষ করে একটি মিনিবাসের পাশে গাড়িবোমা বিস্ফোরণে গুরুতর অগ্নিদগ্ধ হয় অনেকে। আহতদের প্রায় সবার অবস্থাই আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে ২২ জন বেসামরিক নাগরিক এবং ছয়জন হামলাকারী বলে জানা গেছে। এরইমধ্যে হামলার দায়স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আল-শাবাব।

Exit mobile version