Site icon Jamuna Television

আন্দোলনে আহতদের চিকিৎসা খরচ মওকুফের ঘোষণা পপুলার হাসপাতালের

কেবল ওষুধের খরচ ব্যতীত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সকলের চিকিৎসা খরচ মওকুফ করেছে রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল। সোমবার (১২ আগস্ট) রাতে এই ঘোষণা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

পপুলার হাসপাতালের নিজস্ব প্যাডে লেখা ঘোষণাপত্রটিতে লেখা হয়েছে– আজ (১২ আগস্ট) থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আহত রোগীদের সকল প্রকার (মেডিসিন খরচ ব্যতীত) চিকিৎসা খরচ মওকুফ করে দেয়া হলো।

হাসপাতালটির পরিচালক এএম এসএম শারফুজ্জামান রুবেল স্বাক্ষরিত ঘোষণাপত্রটিতে আরও লেখা হয়েছে– এই ঘোষণা পপুলার হাসপাতালে বর্তমানে ভর্তি রোগীদের ক্ষেত্রে ভর্তির দিন থেকেই কার্যকর হবে।

উল্লেখ্য, জুলাইয়ে জোয়ার ওঠা কোটা সংস্কার আন্দোলন একপর্যায়ে পরিণত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। এতে প্রাণহানি ঘটে শত শিক্ষার্থী-জনতার। আহত হয় সহস্রাধিক। পপুলার মেডিকেল কলেজ হাসপাতালটিতে বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ১২ জন ভর্তি রয়েছেন।

/এএম

Exit mobile version