Site icon Jamuna Television

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে প্রতিবাদ সমাবেশ বিএনপির

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠন।

সোমবার (১২ আগস্ট) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হয়।

এ সময় নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগ দেশে যে হত্যাকাণ্ড, গুম-খুন, লুটপাট চালিয়েছে তার পরে তাদের রাজনীতির কোন অধিকার নেই। মানুষের অধিকার কেড়ে নিয়ে দেশের গণতন্ত্রকে নষ্ট করেছে আওয়ামী লীগ। তাই তাদের রাজনীতি ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হয়। এছাড়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিও জানান তারা।

/এনকে

Exit mobile version