Site icon Jamuna Television

জাগ্রত জনতা ১৫ আগস্ট কোনো ষড়যন্ত্র হতে দিবে না: মঈন খান

১৫ আগস্টকে ঘিরে কোনো ষড়যন্ত্র করা হয়েছে নাকি নাটক তা আপাতত বোঝা যাচ্ছে না। তবে জাগ্রত জনতা এদিন কোনো ষড়যন্ত্র হতে দিবে না- বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকা মেডিকেলে আহত শিক্ষার্থীদের দেখার পর তিনি একথা বলেন। তিনি বলেন, কোন স্বৈরচারী সরকার সারা জীবন মানুষের উপর চেপে থাকতে পারে না। ছাত্র জনতা প্রমান করেছে অন্যায় করে পার পাওয়া যায় না।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ছাত্র জনতার মেন্ডেটে। কাজেই এই সরকার জনগণের কথা বিবেচনা করে কথা বলবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

/এএস

Exit mobile version