Site icon Jamuna Television

জর্ডানের পেটরায় আকস্মিক বন্যায় প্রাণ গেছে ৯ জনের

জর্ডানের পেটরায় আকস্মিক বন্যায় প্রাণ গেছে অন্তত ৯ জনের। এছাড়াও ৫ জন নিখোঁজ বলে জানিয়েছেন দেশটির সরকারি মুখপাত্র।

শুক্রবার বিকেলে হঠাৎ নেমে আসে পাহাড়ি ঢল। ফলে ক্ষতিগ্রস্ত হয় প্রায় দুই হাজারের বেশি মানুষ। এরইমধ্যে দুর্যোগকবলিত এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে ৪’হাজার পর্যটক।

গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। একারণেই, প্লাবিত হয়েছে আশেপাশের এলাকাগুলো। ঝড়ো আবহাওয়া বিরাজ করছে গোটা দেশটিতে। ফলে বিধ্বস্ত হয় রাস্তাঘাট, উপড়ে গেছে গাছপালাও।

রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থাও। ভেঙ্গে পড়েছে বেশ কিছু দোকান। এরইমধ্যে সরকারি উদ্যোগে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় বিপর্যস্ত এলাকায় কাজ করছে উদ্ধারকর্মীরা।

Exit mobile version