Site icon Jamuna Television

প্রাথমিক বিদ্যালয় পুরোদমে চালুর নির্দেশ মন্ত্রণালয়ের

দেশের সব প্রাথমিক বিদ্যালয় পুরোদমে চালুর নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোতে শ্রেণি কার্যক্রম পুরোদমে চালুর নির্দেশনা দেয়া হয়েছে। একইসঙ্গে, গত ৩ আগস্ট ক্লাস বন্ধ রাখার নির্দেশনা দিয়ে জারি করা অফিস আদেশের কার্যকারিতাও রহিত করা হয়েছে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের কারণে ১৭ জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ছিল। গত ৩ আগস্ট এক বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছিল। সবশেষ গত ৬ আগস্ট থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা জানানো হয় আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

/এএম

Exit mobile version