Site icon Jamuna Television

হত্যা মামলার প্রধান আসামির কারাগারে মৃত্যু

রংপুরে আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলাম কারাগারে মারা গেছেন।

পুলিশ জানায়, ভোরের দিকে কামরুল অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে তাকে মৃত অবস্থায় পান চিকিৎসকরা। কামরুলের মরদেহ মর্গে রাখা হয়েছে।

এদিকে জেল সুপার রত্না রায় জানিয়েছেন, ভোরে আসামি কামরুল আত্মহত্যার চেষ্টা করে। এসময় কারারক্ষীরা বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে নেয়া হয়।

Exit mobile version