Site icon Jamuna Television

রাজশাহীতে ৬ আওয়ামী লীগ নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুট

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর এলাকায় ৬ আওয়ামী লীগ নেতার বাড়ির সামনে কাফনের কাপড়ের টুকরা, গোলাপ জল ও চিরকুটে (আ, জ, আ, ম) অক্ষর লিখে রেখে গেছেন দুর্বৃত্তরা। এতে আতঙ্ক বিরাজ করছে এলাকাজুড়ে।

আওয়ামী লীগ সমর্তিত ওই নেতারা হলেন- নওহাটা পৌর এলাকার কাজীপাড়া গ্ৰামের পৌর আওয়ামী লীগের (সাবেক) সভাপতি আব্দুল বারী খান, বাগসারা গ্ৰামের ছাত্রলীগ নেতা মারুফ, বসন্তপুর গ্ৰামের, যুবলীগ নেতা হাফিজ, পলাশ, রাব্বি এবং পিল্লাপাড়া এলাকার আওয়ামী লীগ নেতা রবিউল।

আওয়ামী লীগ নেতা রবিউল জানান, তিনি নওহাটা পৌর আওয়ামী যুবলীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি । আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় ভয়ভীতি দেখানো ও আতঙ্কিত করার উদ্দেশ্যে এই ধরনের জঘন্য কাজ করা হয়েছে।

তিনি আরও জানান, সকালে ঘুম থেকে উঠে দেখতে পান জানালার সামনে একটি লাল শপিং ব্যাগ ঝুলছে। ব্যাগটির ভেতরে এক টুকরো সাদা কাফনের কাপড়ে লাল রং দিয়ে ক্রস চিহ্নি ছিলো।

/এএস

Exit mobile version