Site icon Jamuna Television

সপ্তাহব্যাপী কর্মসূচির ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

সপ্তাহব্যাপী কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে ৪ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ শুরু হতে যাচ্ছে।

আজ বিকেলে রাজু ভাস্কর্যের সামনে এ নিয়ে কর্মসূচির ঘোষণা দেয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে যেসব স্থানে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হওয়ার ঘটনা ঘটেছে, সেসব পয়েন্ট অভিমুখে ‘রোডমার্চ’ করা হবে। রোডমার্চে সংশ্লিষ্ট স্থানে জড়ো হয়ে ‘এক মিনিট নীরবতা’ এবং শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনাও করা হবে বলে জানানো হয়েছে।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের হত্যাকাণ্ডে দ্রুত বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নেয়া, প্রশাসন ও বিচার বিভাগে দোষীদের বিচারের আওতায় আনাসহ ৪ দফা দাবিতে এ কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।

/এএম

Exit mobile version