Site icon Jamuna Television

সাতক্ষীরায় এটিএম বুথ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার বিনেরপোতা এলাকা থেকে একটি এটিএম বুথ উদ্ধার করা হয়েছে। সকালে শিক্ষার্থীদের সহায়তায় সেটি উদ্ধার করা হয়। পরে সদর থানায় সেটি পৌঁছে দেন স্থানীয়রা। তবে বুথে কোন টাকা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 

এর আগে গেল ৫ আগষ্ট সাতক্ষীরা ট্রাফিক কার্যালয় থেকে কমিউনিটি ব্যাংকের এটিএম বুথ লুট করে দূর্বৃত্তরা। সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান বলেন, ব্যাংকের এটিএম বুথ উদ্ধার হয়েছে। বুথে ওই সময়ে কত টাকা ছিল সেটি আমাদের জানা নেই।

কমিউনিটি ব্যাংক প্রধান কার্যালয়ের পিআরও তাজনুর রহমান বলেন, এই বুথ আমাদের সেই বুথ কিনা সেটি পরীক্ষা না করে বলা সম্ভব নয়। তাছাড়া আমাদের লুট হওয়া বুথে ওই মুহূর্তে কত টাকা ছিল সেটিও জানা নেই। তবে যেহেতু দিনশেষে লুট হয়েছে খুব বেশী টাকা থাকার কথা নয়। 

তিনি আরও বলেন, আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য একটি প্রতিনিধি দল পাঠাবো। তখন জানা যাবে বুথটি আমাদের কিনা বা কত টাকা ছিল।

/আরআইএম

Exit mobile version