Site icon Jamuna Television

অনির্দিষ্টকালের জন্য মার্কিন দূতাবাসের কনস্যুলার সেবা বন্ধ ঘোষণা

ঢাকার মার্কিন দূতাবাসের নিয়মিত কনস্যুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোষ্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, বর্তমানে মার্কিন দূতাবাসের নিয়মিত কনস্যুলার সেবা বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সেবাটি বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, আপনার যদি আসন্ন ভিসা অ্যাপয়েন্টমেন্ট থাকে, অনুগ্রহ করে পুনরায় কনস্যুলার বিভাগের নিয়মিত পরিষেবা চালুর পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করুন। পাশাপাশি দ্রুত অ্যাপয়েন্টমেন্টের জন্য তাদের ওয়েব ঠিকানায় আবেদনের পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া কোনও প্রশ্ন থাকলে দূতাবাসের ই-মেইল ঠিকানায় মেইল করারও পরামর্শও দেয়া হয়েছে।

এর আগে, গতকাল সোমবার মার্কিন নাগরিকদের সতর্ক এবং নিজ দেশে ফেরার কথা বিবেচনা করতে বলে ঢাকার মার্কিন দূতাবাস। এছাড়া, বিক্ষোভ এড়িয়ে চলতেও মার্কিন নাগরিকদের পরামর্শ দেয়া হয়।

প্রসঙ্গত, গত শুক্রবার দূতাবাসের নিয়মিত কনস্যুলার সেবা বন্ধের কথা জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শুধুমাত্র মার্কিন নাগরিকদের সেবা চালু রয়েছে। পরিস্থিতি বিবেচনায় দ্রুত জরুরী ভিসা কার্যক্রম চালু করা হবে বলেও জানানো হয়।

/আরএইচ

Exit mobile version