Site icon Jamuna Television

রিকশা চুরির অভিযোগ এনে যুবককে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে অটোরিকশা চুরির অভিযোগ এনে নাহিদ (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১২ আগস্ট) রাস্তা থেকে তুলে নিয়ে এলাকার একটি রিকশার গ্যারেজে আটকে রেখে মারধর করার পর রাস্তার পাশে ফেলে রাখা হয়েছিল নাহিদকে, এমনই দাবি স্বজনদের। এ ঘটনায় ওই গ্যারেজ মালিক ও তার ছেলেকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে নিথর অবস্থায় নাহিদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

নিহত নাহিদ মাদারিপুরের কালকিনি উপজেলার ভবানিপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে। পরিবার নিয়ে থাকতেন যাত্রাবাড়ী মাতুয়াইল দক্ষিণপাড়াতে। ভাড়ায় রিকশা চালাতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে যাত্রাবাড়ী হাশেম রোডে গার্মেন্টসের মোড় থেকে নাহিদকে তুলে নিয়ে যায় স্থানীয় গ্যারেজ মালিক আনোয়ার, তার ভাই ও ছেলেরা। ২ দিন আগে গ্যারেজের একটি রিকশা চুরি করেছে বলে অভিযোগ এনে সেখানে নাহিদকে দিনভর মারধর করা হয়। সোমবার রাতে যখন সে নিস্তেজ হয়ে যায়, তখন তারা নাহিদকে বাসার পাশে খান বাড়ির জঙ্গলে ফেলে যায়।

ছেলের মরদেহ পাওয়ার পর বাবা আব্দুল আলীম যাত্রাবাড়ী থানায় যান। তবে সেখানে পুলিশ না পেয়ে কয়েকজন ছাত্রকে ঘটনা খুলে বলেন। তখন ছাত্ররা গিয়ে ওই রিকশা গ্যারেজের মালিক আনোয়ার ও তার ছেলেকে আটক করে থানায় নিয়ে যান। আর স্বজনরা সেখান থেকে মরদেহটি হাসপাতালে নিয়ে আসেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহের শরীরে জখম রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

/এএম

Exit mobile version