Site icon Jamuna Television

তুরস্কে লাইভস্ট্রিমে পাঁচ ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে জখম

তুরস্কে লাইভে গিয়ে পাঁচ ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেছে এক কিশোর। সোমবার (১২ আগস্ট) তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর এসকিসেহিরের একটি মসজিদে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আততায়ীর এ হামলায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে দুইজন ভর্তি আছেন। তবে, ওই অস্ত্রধারীকে আটক করা হয়েছে। তার বয়স ১৮ বছর।

এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার সময় মাস্ক ও বুলেটপ্রুফ জ্যাকেট পড়ে মসজিদের বাগানে বসে থাকা ব্যক্তিদের ওপর অতর্কিত হামলা চালায় ওই কিশোর। পরে, দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে পুলিশ।

হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে।

/এমএইচ

Exit mobile version