চট্টগ্রামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় নগরীর লালদিঘী পাড়ে একটি হোটেলে অভিযান চালায় শিক্ষার্থীরা। এসময় হোটেল থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে এক নারীকেও আটক করে তারা। পরে কোতোয়ালি থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়।
শিক্ষার্থীরা জানায়, অবৈধ ও অনৈতিক কাজ বন্ধে আবাসিক হোটেলে অভিযান চলাকালে এসব মাদক উদ্ধার করা হয়। এখন থেকে নিয়মিত অভিযান চলবে বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
পুলিশ জানায়, সবার সহযোগিতা থাকলে সমাজ থেকে অপরাধ কার্যক্রম বন্ধ হবে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে।
/এএম

