Site icon Jamuna Television

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর ও এসবি প্রধান মনিরুলকে বাধ্যতামূলক অবসর

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান ও পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারিকৃত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিগুলোতে বলা হয়, ঢাকার পুলিশ অধিদফতরে সংযুক্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাবিবুর রহমান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১) মো. মনিরুল ইসলামকে সরকারি চাকরি আইন ২০১৮ সালের ৫৭ নং আইনের ৪৫ ধারা অনুযায়ী চাকরি থেকে অবসর প্রধান করা হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।

এর আগে, গত ৭ আগস্ট হাবিবুর রহমানকে ওএসডি করে পুলিশ দফতরে সংযুক্ত করা হয়। এছাড়া, আজ মঙ্গলবার মনিরুল ইসলামকেও পুলিশ অধিদফতরে সংযুক্ত করা হয়।

/আরএইচ

Exit mobile version