Site icon Jamuna Television

প্রেস মিনিস্টার পদে শাবান মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভারত মিশনের প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) পদে সাংবাদিক শাবান মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদশিক নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শাবান মাহমুদের সাথে সরকারের সম্পাদিত চুক্তপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৬ নভেম্বর তাকে দুই বছরের জন্য প্রেস মিনিস্টার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। পরে ২০২২ সালের ২ নভেম্বর তার চাকরির মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করা হয়।

/আরএইচ

Exit mobile version