Site icon Jamuna Television

কর্মব্যস্ত চেহারায় ফিরেছে রাজধানী

কর্মব্যস্ত চেহারায় ফিরেছে রাজধানী-ঢাকা। কর্মস্থলে ফিরেছেন পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরাও। বিভিন্ন থানার পাশাপাশি সড়কেও তারা যান চলাচল নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করেছেন।

অবশ্য, রাস্তায় রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও। কোনো কোনো এলাকায় এখনো ছাত্র-ছাত্রীদের সড়কের যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। তবে শিগগিরই পুরো নিয়ন্ত্রণ বুঝে নেয়ার কথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

এদিকে, পুলিশ সদস্যরা নিজ দায়িত্বে ফেরায় স্বস্তিবোধ করছেন, নগরবাসীও। তাদের দাবি এবার শিক্ষাঙ্গণে ফেরা উচিৎ শিক্ষার্থীদের। কারণ- সুন্দর ভবিষ্যৎ গঠনের জন্য শিক্ষার বিকল্প নেই। গেলো রোববার, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেন আন্দোলনকারী পুলিশ সদস্যরা। এ সময় বাহিনীতে সংস্কারের আশ্বাস দেয়ায় কর্মবিরতিসহ সব কর্মসূচি প্রত্যাহার করা হয়।

/এএস

Exit mobile version