Site icon Jamuna Television

একদিনে দু’দিক থেকে হামলার শিকার হলো ইসরায়েল

একদিনে দু’দিক থেকে হামলার শিকার হলো ইসরায়েল। গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) গাজা ও লেবানন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছে একের পর এক রকেট।

জানা গেছে, তেলআবিব লক্ষ্য করে দু’টি দূরপাল্লার রকেট ছুঁড়েছে হামাস। নেতানিয়াহু প্রশাসনের দাবি, রাজধানী সংলগ্ন সাগরে পড়েছে একটি রকেট। অপরটি প্রবেশ করতে পারেনি ইসরায়েলি ভূখণ্ডে। তার আগেই হয়েছে ভূপাতিত।

অন্যদিকে হামলার তীব্রতা বাড়িয়েছে হিজবুল্লাহও। ইসরায়েলের উত্তরাঞ্চলে তিন দফায় রকেট ছুঁড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।

আইডিএফ’র দাবি, লেবানন থেকে ১৫টি রকেট পার করেছে ইসরায়েলের সীমান্ত। উন্মুক্ত স্থানে পড়েছে সেগুলো। ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

/এমএইচ

Exit mobile version