Site icon Jamuna Television

আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা নিয়ে শঙ্কা

ছবি: সংগৃহীত

কোপা আমেরিকার এবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একই সময়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপার স্বাদ পেয়েছে স্পেন। দুই দল মুখোমুখি হবে দুই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই ফিনালিসিমায়। তবে এই ম্যাচ মাঠ গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

২০২৫ সালে হওয়ার কথা আগামী ফিনালিসিমা। ফুটবলের ব্যস্ত সূচির কারণে দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের এই ম্যাচের সূচি নির্ধারণ করাও কঠিন হয়ে পড়েছে। আর্জেন্টাইন সংবাদকর্মী গাস্তন এদুল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেছেন, এখন পর্যন্ত ফিনালিসিমা কবে আয়োজিত হবে, এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। ব্যস্ত সূচির কারণে এখনো উপযুক্ত কোনো তারিখ খুঁজে পাওয়া যায়নি। বিশেষ করে বিশ্বকাপের বাছাইপর্ব এবং উয়েফা নেশন্স লিগের ঠাসা সূচি ফিনালিসিমার ম্যাচকে শঙ্কার মুখে ফেলে দিয়েছে। 

২০২২ সালে উয়েফা এবং কনমেবলের পারস্পরিক সম্পর্ক ও সম্মতির ভিত্তিতে নতুন করে চালু করা হয় ফিনালিসিমার রোমাঞ্চকর এই ম্যাচটি। দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের মধ্যকার খেলা হওয়ায় এই ম্যাচ নিয়ে আকর্ষণও ছিল বেশ। দুই বছর আগের সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউরো চ্যাম্পিয়ন ইতালি ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ওয়েম্বলির সেই ম্যাচে ৩-০ গোলে ইতালিকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। এর আগে ১৯৯৩ সালের আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। সেবার ডেনমার্ককে টাইব্রেকারে হারায় লাতিন দেশটি। এর আগে ১৯৮৫ সালের প্রথম আসরে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স।

এবারের ইউরো ও কোপা শেষ হওয়ার পরই সবার চোখ ছিল ফিনালিসিমার দিকে। যেখানে মুখোমুখি হওয়ার কথা আর্জেন্টিনা ও স্পেনের। এই ম্যাচ দিয়ে প্রতিযোগিতার হ্যাটট্রিক শিরোপা জেতার সুযোগ আছে লিওনেল মেসির দলের। কিন্তু আগামী বছরের ঠাসা সূচিতে ম্যাচটি বাতিল হওয়ার শঙ্কাও থাকছে।

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব এবং উয়েফা নেশনস লিগের ম্যাচের সূচিতে সামনের সময়টা ঠাসা। সামনের দিনগুলোয় আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা ব্যস্ত থাকবে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ নিয়ে এবং স্পেনের সামনে আছে উয়েফা নেশনস লিগ। ফলে ২০২৬ সাল পর্যন্ত আন্তর্জাতিক বিরতিতে ফিনালিসিমা আয়োজনের জন্য ফাঁকা দিন পাওয়ার সুযোগ খুব কম। এবার দেখার পালা ফুটবলের ব্যস্ত সূচিতে চতুর্থবারের ম্যাচ চাপা পড়ে নাকি শঙ্কা তাড়িয়ে মাঠে গড়ায়। 

/আরআইএম

Exit mobile version