Site icon Jamuna Television

যাত্রাবাড়ী আড়তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা

যাত্রাবাড়ী আড়তে বৈষম্য ও সিন্ডিকেট বন্ধ করতে ৯ দফা দাবিতে আড়ত ব্যবসায়ী মালিকদের সঙ্গে মতবিনিময় করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আজ বুধবার (১৪ আগস্ট) দুপুরে সিটি করপোরেশনের দোকান মালিক সমিতির কার্যালয়ে হয় এই মতবিনিময় সভা।

সভায় আড়তের মাল নিয়ে আসা ট্রাকে চাঁদাবাজি বন্ধ করা, মূল্যতালিকার বাইরে বেশি মূল্য না নেয়া, চড়া দামে কাঁচামাল বিক্রি নিষিদ্ধ করাসহ অবৈধ মজুতদারদের তালিকা প্রনয়ণের বিষয় তুলে ধরে শির্ক্ষার্থীরা। দাবিগুলো চার কর্ম দিবসের মধ্যে বাস্তবায়ন করতে সময় বেঁধে দেন তারা।

এসময় শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়ে আগামী দশ দিনের মধ্যে তা বাস্তবায়নের সময় চান ব্যবসায়ীরা। পাশাপাশি, দাবিগুলো বাস্তবায়নে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন তারা।

এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী ও আহত ব্যবসায়ী-কর্মচারীদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দেন মালিক সমিতির নেতৃবৃন্দ।

/এএম

Exit mobile version