Site icon Jamuna Television

দর্শকশূন্য স্টেডিয়ামে হবে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট

ছবি: সংগৃহীত

কোনো দর্শক ছাড়াই করাচিতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলবে পাকিস্তান দল। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে চলমান নির্মাণ কাজের কারণে পিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে। তবে প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডিতে ম্যাচ গড়াবে স্বাভাবিক নিয়মেই। 

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখেই দেশটির বেশ কয়েকটি স্টেডিয়ামে চলছে সংস্কার কাজ। ১৯৯৬ সালের পর এবারই প্রথম সংস্কার হচ্ছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেরও।

২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম টেস্ট, ২য় টেস্ট করাচিতে শুরু হবে ৩০ আগস্ট। দুই টেস্ট সামনে রেখে গত সোমবার (১২ আগস্ট) বাংলাদেশ ছাড়ে টাইগাররা। ১৪-১৬ আগস্ট লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দল অনুশীলন করবে। ১৭ আগস্ট দল যাবে প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডিতে। 

 ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে পাকিস্তান তাদের পরবর্তী ৭টি টেস্ট খেলতে তিনটি ভিন্ন ভেন্যুতে। এর মধ্যে রয়েছে করাচি, মুলতান ও রাওয়ালপিন্ডি। মুলতানে অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট। সেই টেস্ট থেকে দর্শকদের নিয়েই টেস্ট আয়োজন করা হবে বলে জানিয়েছে ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকইনফো।

আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে লাহোরে বাংলাদেশ দল ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। আগামী ২১ আগস্ট সিরিজের প্রথম টেস্ট হবে রাওয়ালপিন্ডিতে। এর আগেই বাংলাদেশ দল রাওয়ালপিন্ডিতে যাবে। এর আগে ২০২০ সালে করোনা পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত করা হয়েছিল বাংলাদেশ দলের পাকিস্তান সফর।

/আরআইএম

Exit mobile version