Site icon Jamuna Television

টানা দুই ম্যাচে হারের মুখ দেখলো বিসিবির এইচপি দল

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ এন্ড সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর টানা দুই ম্যাচে হারল বিসিবি হাইপারফরম্যান্স দল। বুধবার (১৪ আগস্ট) ডারউইনে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে আকবর আলীর দল ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট দিতে থাকে বাংলাদেশ। ২৩ রান তুলতেই একে একে আউট হন তানজিদ তামিম, পারভেজ হোসেন ও আফিফ হোসেন। টানা তিন ম্যাচেই ধারাবাহিকভাবে ব্যর্থ ওপেনার তানজিদ ও অভিজ্ঞ আফিফ। পারভেজ প্রথম দুই ম্যাচে রান পেলেও এ ম্যাচে ফিরেছেন ৮ রানে।

দ্রুত ৩ উইকেট হারালেও আকবরের ৩৫ বলে ৩৬ ও শামীম হোসেনের ৩২ বলে ৪২ রানের ইনিংসে বাংলাদেশ ১৪৭ রানের পুঁজি পায়। শেষদিকে মাহফুজুর রহমান করেন ৭ বলে ১৬ রান। তবে এই রানটা ডারউইনের উইকেটে মোটেই যথেষ্ট ছিল না।

১০ চার ও ৩ ছক্কায় অ্যাডিলেড ওপেনার উইন্টার ৫৪ বলে ৮২ রান করলে হেসেখেলেই ৮ উইকেটের জয় পায় তারা। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন রিপন মণ্ডল ও আবু হায়দার।

উল্লেখ্য, আগামীকাল সকাল সাড়ে ৯টায় অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরির বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে বিসিবির এইচপি টিম।

/এমএইচআর

Exit mobile version