Site icon Jamuna Television

চট্টগ্রামে বস্তি থেকে চোলাই মদ ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৩

চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকার একটি বস্তিতে অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদ, কিরিচ ও রামদাসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে থানার কালুরঘাট মৌলভীবাজার এলাকায় রেললাইনের পাশ্ববর্তী একটি বস্তিতে এই অভিযান চালানো হয়।

নাইম নামে স্থানীয় এক শিক্ষার্থী জানান, মদের কারখানার সন্ধান পেয়ে স্থানীয়রা শিক্ষার্থীদের খবর দেয়। পরে শিক্ষার্থীরা সেনাবাহিনীকে জানালে তারা অভিযান পরিচালনা করে। এ সময় মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সেনাবাহিনীর মেজর ফেরদৌস জানান, আটককৃতদের চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়েছে।

/আরএইচ

Exit mobile version