Site icon Jamuna Television

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যাংক হিসাব জব্দ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি।

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (১৪ আগস্ট) বিএফআইইউ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

এদিকে, আজ বুধবার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে হতাহতের ঘটনায় নিউ মার্কেট থানার মামলায় তাদের ১০ দিনের রিমান্ড চায় ডিবি পুলিশ। শুনানি শেষে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গতকাল মঙ্গলবার রাতে নৌপথে পালানোর সময় কোস্টগার্ডের হাতে গ্রেফতার হন সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।

/আরএইচ

Exit mobile version