Site icon Jamuna Television

বাবরের সাথে ব্যবধান কমালেন রোহিত

শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে ভারত। তবে আপন আলোয় উজ্জ্বল ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সিরিজের সর্বোচ্চ ১৫৭ রান এসেছে তার ব্যাটেই। তার স্বীকৃতিও পেলেন এই ওপেনার। সতীর্থ শুভমান গিলকে পেছনে ফেলে উঠে এলেন আইসিসি পুরুষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দুইয়ে। শীর্ষে থাকা পাকিস্তানের বাবর আজমের (৮২৪) সঙ্গে রোহিতের (৭৬৫) রেটিং পার্থক্য এখন ৫৯।

বুধবার (১৪ আগস্ট) র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তিনে থাকা শুভমান গিল অবশ্য রোহিতের ঘাড়েই নিশ্বাস ছাড়ছেন। রোহিতের চেয়ে মাত্র ২ রেটিং পয়েন্ট পেছনে তিনি। চতুর্থ স্থানে বিরাট কোহলির সঙ্গে আছেন আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর।  ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে শ্রীলংকান ওপেনার পাথুম নিশাঙ্কাও। ৭০৮ রেটিং পয়েন্ট নিয়ে একধাপ এগিয়ে তিনি বর্তমানে ৮ নম্বরে। শ্রীলংকার ব্যাটারদের মধ্যে এগিয়েছেন আবিষ্কা ফার্নান্দো ও কুশল মেন্ডিসও। 

প্রসঙ্গত, বোলিং বিভাগে দুই ধাপ এগিয়ে ৭ নম্বরে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। ৪ নম্বর থেকে একবারে ৯ম স্থানে নেমে গেছেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। শ্রীলংকার বিপক্ষে ৩ ম্যাচে মাত্র ৩ উইকেট পেয়েছেন তিনি। বোলিংয়ে সবার ওপরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশাভ মহারাজ।

/এমএইচআর

Exit mobile version