Site icon Jamuna Television

যুদ্ধবিরতি আলোচনায় অংশ নেবে না হামাস

নতুন করে যুদ্ধবিরতি আলোচনায় অংশ নেবে না হামাস। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির শীর্ষ এক নেতা।

গাজায় যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্যে কাতারের দোহায় আজ শুরু হচ্ছে আরেক দফা আলোচনা। মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের প্রতিনিধিরা থাকবেন সেখানে। বৈঠকে অংশ নেয়ার কথা জানিয়েছে ইসরায়েল। তবে হামাসের অভিযোগ, আবার আলোচনার মধ্য দিয়ে অযথা কালক্ষেপন করতে চায় তেল আবিব।

গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া প্রস্তাব অনুযায়ী রোডম্যাপ চায় হামাস। নিশ্চয়তা চায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের। স্বাধীনতাকামী গোষ্ঠীটির দাবি, বাইডেনের প্রস্তাবে সম্মতির পরও একের পর এক নতুন শর্ত জুড়ে দিচ্ছে ইসরায়েল। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে তেল আবিব। পাল্টা দায় চাপিয়েছে হামাসের ওপর।

/এএম

Exit mobile version